Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

দপ্তরের কার্যাবলীঃ

 

·         উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি, উৎপাদন মুখী কর্মসংস্থান কর্মসূচী (পিইপি), পল্লী প্রগতি প্রকল্প, সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী, অসহায় মুক্তিযোদ্ধা প্রকল্প, আদর্শ গ্রাম প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প ইত্যাদি প্রকল্পের আওতায় উপজেলার দারিদ্র/ অতি দরিদ্র পুরুষ ও মহিলা জনগোষ্ঠিকে একত্রিত করে সমবায় সমিতি/দল ভুক্ত করে সংগঠন সৃষ্টি, পুজি গঠন সচেতনতা বৃদ্ধি, আয় বর্ধন মূলক কর্মকান্ড ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন প্রকল্পের আওতায় ক্ষুদ্রঋণ সহায়তা প্রদান করা হয়। সমিতি/দলের আওতায় সদস্য প্রতি 10,000/- টাকা হতে 25,000/- পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

·        একটি বাড়ি একটি খামার প্রকল্পের গ্রাম সংগঠনের অতিদরিদ্র/দরিদ্রসদস্যদের মাসিক সঞ্চয়ের বিপরীতে সমপরিমান কন্ট্রিবিউটরী মাইক্রোসেভিংস প্রদানের মাধ্যমে প্রতিটি পরিবারের বছরে ব্যক্তি সঞ্চয় নুন্যতম 5,000/- টাকায় উন্নীকার, 2 বছরে 10,000/- টাকা এবং 5 বছরে 40,000/- টাকায় উন্নীত হবে।

·         অংশী দারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-2 এর আওতায় সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম কমিটির চাহিদা অনুযায়ী প্রশিক্ষন প্রদান এলাকার রাস্তাঘাট, কালভার্ট, সাকো নির্মান, স্কুলের মাটি ভরাট, স্কুলে বাউন্ডারী নির্মান ইত্যাদি কাজে সর্বোচ্চ 75,000/- টাকার মধ্যে (20%  বাবদ 15,000/- টাকা সংশ্লিষ্ট গ্রামবাসী এবং 10% বাবদ 7,500/- টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে বহন করতে হবে।) বাস্তবায়ন করা হয়।

·         অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের কর্মকান্ড ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের পর আর্থসামাজিক উন্নয়নের জন্য ঋণ সহায়তা প্রদান করা হয়।